ফায়ার ব্রিক বা অগ্নিসহনীয় ইট মূলত সাধারণ ইটের একটি বিশেষ রূপ, যা উচ্চ তাপমাত্রা প্রতিরোধে সক্ষম। এ ছাড়া এ ধরনের ইট নিম্ন তাপ পরিবাহকরূপে যেকোনো সিস্টেমের শক্তির অপচয়রোধে সহায়ক ভূমিকা রাখে। সাধারণত এ ইটের ব্যবহারিক প্রয়োগ লক্ষণীয়, যেখানে উচ্চ তাপমাত্রার পাশাপাশি উচ্চ মাত্রার যান্ত্রিক, রাসায়নিক ও তাপীয় চাপ প্রয়োগের ক্ষেত্র রয়েছে, যেমন- শিল্পকারখানায় উচ্চ তাপমাত্রা ও চাপে থাকা বাত্যাচুল্লির অভ্যন্তরীণ অংশ, চিমনির অভ্যন্তরীণ দেয়াল, শীতপ্রধান দেশের বাসাবাড়িতে ব্যবহৃত ফায়ারপ্লেস প্রভৃতি।
গঠন প্রণালি
একটি সাধারণ ইটের গাঠনিক উপাদানসমূহ
সিলিকা (SiO2) : ৫৫%
অ্যালুমিনা (Al2O3) : ৩০%
আয়রন অক্সাইড (Fe2O3) : ৮%
ম্যাগনেশিয়া (MgO) : ৫%
চুন : ১%
জৈব পদার্থ : ১%
এখানে উল্লেখ্য, সিলিকা ও অ্যালুমিনার প্রাকৃতিক উৎস বালু ও কাদামাটি। অগ্নিসহনীয় ইটে উপরিউক্ত উপাদান থাকলেও তা থাকে ভিন্ন ভিন্ন শতাংশে। এ ছাড়া ফায়ার ব্রিকে অ্যালুমিনা ও সিলিকার উৎস হিসেবে থাকে পোড়ামাটি বা Fire Clay. পোড়ামাটি হচ্ছে রিফ্র্যাক্টরি পদার্থ, যা প্রচণ্ড তাপেও নিজের আকার-আকৃতি বজায় রেখে দৃঢ় থাকতে পারে। সিরামিক শিল্পে রয়েছে ফায়ার ব্রিকের ব্যাপক ব্যবহার। Fire Clay-তে শতকরা হিসেবে ২৩-৩৪ শতাংশ অ্যালুমিনা ও ৫০-৬০ শতাংশ সিলিকা প্রধান উপাদান হিসেবে থাকে। Fire Clay ন্যূনতম 1515ºC বা 2759ºF পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে। এ কারণে অগ্নিসহনীয় ইট প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে পোড়ামাটি ব্যবহৃত হয়।
প্রভাবক যখন উপাদান
অগ্নি সহায়ক ইট প্রস্তুতিতে প্রধান কাঁচামাল পোড়ামাটি বা Fire Clay । এ ছাড়া প্রজ্বালন সহায়ক হিসেবে ম্যাগনেশিয়া, অ্যালুমিনা, আয়রন অক্সাইডকে Fire Clay-এর সঙ্গে মেশানো হয়। সাধারণ ইটের সঙ্গে এদের গঠনগত পার্থক্য হচ্ছে অগ্নিসহনীয় ইটে অ্যালুমিনার শতকরা পরিমাণ সাধারণত ৩০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। উপাদানগুলো মিশ্রণের পর মাড়িয়ে, ছাঁচে (Moulding) দিয়ে, রোদে শুকিয়ে চুল্লিতে (Kiln) ১৬০০-১৮০০ ডিগ্রি তাপমাত্রায় পোড়ানোর পরে অগ্নিসহনীয় ইট উৎপন্ন হয়। অ্যালুমিনার পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকায় ইটের সান্দ্রতা (Porosity) কম হয়। উল্লেখ্য, ফায়ার ব্রিকের তাপ সহনীয় মাত্রা বাড়ে অ্যালুমিনার শতকরা পরিমাণ বাড়ার সঙ্গে এবং ক্ষেত্রবিশেষে অ্যালুমিনার পরিমাণ সর্বাধিক ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। এ ক্ষেত্রে ইটের তাপীয় সহনশীলতা বাড়লেও ইট অপেক্ষাকৃত ভঙ্গুর হয়।
ফায়ার ব্রিকের রকমফের
সাধারণত তিন আকারের ফায়ার ব্রিক উৎপন্ন হয়ে থাকে
১. ৯” x ৪.৫” x ৩”
২. ৯” x ৪.৫” x ২.৫”
৩. স্পিল্ট বা টুকরা : ৯” x ৪.৫” x ১.২৫”
ব্যবহার যে কারণে
ফায়ার ব্রিকের রয়েছে আরও নানাবিধ ব্যবহার। ওজনে অপেক্ষাকৃত ভারী ইট, যেখানে উচ্চ তাপ ও চাপবিশিষ্ট পরিবেশ অধিক উপযোগী, সেখানে অপেক্ষাকৃত হালকা ইট শুধু তাপ নিরোধক রূপে ব্যবহৃত হয়। যেমন- বাত্যাচুল্লির জ্বালানি নিক্ষেপ প্রকোষ্টের দেয়াল। এ ধরনের ইটকে তাপ নিরোধক ইট (Insulating Brick) বলে। শুধু অ্যালুমিনার শতকরা পরিমাণ পরিবর্তন করে পরিস্থিতি মোতাবেক চাহিদা অনুযায়ী অগ্নিসহনীয় ইটের গুণগতমান পরিবর্তন করা যায়, যাতে কাঁচামালের সহজলভ্যতা এর ব্যবহারকে বাড়িয়ে তুলছে উত্তরোত্তর।
তন্ময় দাস
প্রকাশকাল: বন্ধন ৫২ তম সংখ্যা, আগস্ট ২০১৪